About Us

বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি। এই জনসংখ্যার জন্য স্বাস্থ্য খাতে বাজেটের প্রায় ৮০% এর ও অধিক ব্যয় হয় শহর এলাকার প্রতিষ্ঠিত সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের জন্য, যেখানে মোট জনসংখ্যার ২০% লোক বসবাস করে। সরকারী, বেসরকারী খাতের ৯৩টি মেডিক্যাল কলেজ, ২৭টি ডেন্টাল কলেজ, ৩৬টি মেডিক্যাল ইনস্টিউট এর বেশির ভাগই শহর এলাকায় প্রতিষ্ঠিত। সারা দেশে বিদ্যমান ৫৫০০০ এমবিবিএস ডাক্তার এর প্রায় ৯৭% শহরে অবস্থান ও প্র্যাকটিস করেন।
ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ও উপস্বাস্থ্য কেন্দ্রে কোন এমবিবিএস ডাক্তার নিয়োগ দেওয়া হলেও তারা বাস্তবে গ্রাম অঞ্চলে যান না বা থাকেন না। সেই জন্য এই দেশের ৮০% গ্রামের জনগোষ্ঠী স্বাস্থ্য সেবা পান না বা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত।
এই সমস্যা সমাধানের লক্ষ্যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকার সারাদেশে প্রায় ১৮০০০টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করে প্রতিটি ক্লিনিকে একজঙ্করে মোট ১৮০০০ জন উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) নিয়োগদানের নীতিগত সিদ্ধান্ত গ্রহন করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ৮৫০০টি পদের মধ্যে ৪২০০টি পদ খালি আছে। এইসব পদে নিয়োগদানের জন্য বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) পদের বিপুল সংখ্যক চাহিদা থাকায় সরকারীভাবে মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেনিং (ম্যাটস) কোর্স পরিচালনা করা সম্ভব হচ্ছে না বিধায় সরকার বেসরকারী পর্যায়ে ম্যাটস কোরস চালুর অনুমোদন দিয়েছেন।
এই বিষয় বিবেচনা করে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ১৬কোটি মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (এসএসিএমও) তৈরীর নিমিত্তে মেডিক্যাল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) স্থাপন করা হয়েছে। এই লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রথম ২০১০ইং সালে একটি ইনষ্টিটিউট অব মেডিক্যাল টেকনোলোজী এন্ড ম্যাটস, নারায়ণগঞ্জ স্থাপন করা হয়েছে যার সাফল্য ৯৮% এবং যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় কতৃক অনুমোদিত (স্মারক নং স্বাপকম/চিশিজ-২/আই এইচ টি-৪/২০১০/৫৮ তারিখঃ ১২/১২/১০ইং এবং স্বারক নং স্বাপকম/চিশিজ-২/বেসমেক ও ডেকহা-১/২০০৮ (অংশ ২) ৪২২ তারিখঃ ০৪/১২/২০১১ইং) স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ (স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি), বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কতৃক অধিভুক্ত ও নিবন্ধিত।

RECENT NEWS:

  • October 21, 2019

  • How to write down an individual Narrative

  • October 21, 2019

  • Biology Lab Report Options

FEATURED GALLERY:

back to top